• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৬:০১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। কারখানাটিতে বিস্ফোরণের ঘটনায়  আরও ৬০ জনের মত আহত হন।

এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ওই কারখানার একজন শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন আগুন লাগার সময় কারখানাটিতে ১৫০ জনের মত শ্রমিক কাজ করছিলেন।

কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণে পাশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতি গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপাল এবং ইন্দোরের মেডিকেল কলেজগুলোকে পোড়ারোগীদের জন্য প্রস্তুত করতে বলেছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কারখানার কাছের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন আতঙ্কে পালাচ্ছে এবং কাছেই কারখানাটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

মন্তব্য ( ০)





  • company_logo