• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ জানুয়ারী, ২০২৪ ১৮:৪০:২১

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর সদরে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।   মঙ্গলবার(২৩ জানুয়ারি) সকালে সদরের হাজী পাড়া মার্কেট বাজারের ব্রিজের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত জিয়ারুল ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার কেতকিবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে মোটরসাইকেলে বিশেষভাবে ফেনসিডিল বোতল নিয়ে আসার সময়। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ১৩৮ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেল জব্দ করা হয়। 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(  ওসি) তানভিরুল ইসলাম বলেন, সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় ১৩৮ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনকারী মোটরসাইকেল জব্দ করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

মন্তব্য ( ০)





  • company_logo