• শিশু সংবাদ

কুড়িগ্রামে ৩ বছরের শিশু উদ্ধার

  • শিশু সংবাদ
  • ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:১৭:৪৮

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩ বছরের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রৌমারী উপজেলার নটানপাড়া এলাকার ৩ বছরের শিশু জারি এর পিতা দীর্ঘদীন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় তার স্ত্রীকে বাবার বাসা থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত এবং নির্যাতন করত। এক পর্যায়ে গত ১৮ জানুয়ারি শিশুটির বাবা তার বাসায় শিশুটিকে আটকে রেখে তার মাকে বাসা থেকে বের করে দেয় এবং তার বাবার বাসা থেকে টাকা নিয়ে আসতে বলে। পরে শিশুটির মা রৌমারী থানায় এসে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে রৌমারী থানার একটি চৌকস টিম ভিকটিমকে উদ্ধার করে রৌমারী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে মায়ের কোলে ফিরিয়ে দেয়। 

রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo