ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি এই প্রথম ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার ফোন আনছে। জানুয়ারি মাসেই ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজের আন্ডারে এই ফোনগুলো আসবে। যার মডেল হবে ১২ প্রো এবং ১২ প্রো প্লাস। ইতিমধ্যে রিয়েলমি তাদের ওয়েবসাইটে এই ফোন লঞ্চের জন্য একটি অফিসিয়াল মাইক্রোসাইট প্রকাশ করেছে।
এই সিরিজে বিশেষ কী থাকবে?
বাজারে আসার আগেই এই সিরিজের চিপসেট এবং ক্যামেরা সম্পর্কে অনেকে অনেক তথ্য ফাঁস হয়েছে। আর সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি রিয়েমি ১২ প্রো প্লাস স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সপ্তম প্রজন্মের ২ মডেলের চিপসেট থাকছে। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোম্পানিটি তার ডিজাইনে তেমন কোনও পরিবর্তন করেনি। সামনের দিকে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এবং উচ্চ দ্রুত চার্জিং সমর্থন আশা করতে পারেন।
এর বাক্সে আপনি একটি চার্জারও পেয়ে যাবেন। এই ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে। আগের মতো এর মধ্যেও গোলাকার মডিউল এবং স্ক্রিনে গোলাকার প্রান্তে ক্যামেরা সেটআপ থাকছে।রিয়েলমি ১২ প্রো এবং ১২ প্রো প্লাস মডেলে ২০ এক্স জুমসহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকছে। ফোন দুইটি জানুয়ারি মাসের মাঝামাঝিতে বাজারে আসবে।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাতে শীতার্তদের কষ্ট...
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
মন্তব্য ( ০)