• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় জাল ভোট দেওয়ার সময় তিনজনের জেল

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৮ জানুয়ারী, ২০২৪ ২০:২৮:৫৯

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গায় ভোটারশুন্য কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিন নৌকার কর্মী গ্রেফতার হয়েছে। এসময়  নৌকায় সিল দেওয়া  ১১টি ব্যালট পেপার উদ্ধার ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ভোট গ্রহনের সময় জাল ভোট প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বজলুর রহমান (৩৬), আরিফুল ইসলাম লাল্টু (৪০) ও   মো. সামিউল (২৬) নামে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বরিবার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালিন সময় পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত এক জনকে ৩ বছর, এক জনকে ২ বছর ও একজনকে সাত দিনের কারাদন্ডের এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা ২ আসনের জীবননগরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় মো. সামিউল (২৬) নামের এক যুবককে ৩ বছরের কারাদন্ত দেওয়া হয়েছে। জানা গেছে সে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম জানান, সামিউলের কাছ থেকে নৌকা প্রতীকে সীল মারা ১১টি ব্যালট পেপার উদ্ধার হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮১ এর ১ ধারায় ৩ বছরের কারাদন্ড  দেন।

চুয়াডাঙ্গা ২ আসনের দর্শনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান একজনকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন। রবিবার ভোটের দিন দর্শনায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্পিতা আক্তার। দন্ডপ্রাপ্ত আসমি দর্শনা পৌর এলাকার থানাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আরিফুল ইসলাম লাল্টু (৪০)।

চুয়াডাঙ্গা ১ আসনের আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতে নৌকা প্রতীকের এক সমর্থক ফরিদপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে বজলুর রহমানকে সাত দিনের কারাদ- প্রদান করা হয়েছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও পুলিশের সাথে বাগবিতন্ডা করায় এ রায় প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo