ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপিকে বিশ্বাস করা যায় না। তারা বলেছিল আওয়ামীলীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, মসজিদ মন্দির হয়ে যাবে। এই মিথ্যাচার তারা করে। এখনও তারা মিথ্যাচার করছে ভোট দিয়েন না। তারা ভোটে বিশ্বাসী নয় এজন্য তারা বলেন ভোট দিয়েন না। তারা গনতন্ত্রে বিশ্বাসী নয় এ জন্য তারা নির্বাচনে আসে না। জনগন তাদেরকে প্রত্যাখান করে দিয়েছে।
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তারা চায় না আপনারা ভোট দেন, কারন তারা এদেশের উন্নয়ন চায় না, তারা গনতন্ত্রে বিশ্বাস করে না। তারা হত্যায় বিশ্বাস করে, তারা সব সময় চেষ্টা করে পিছনের দরজা দিয়ে কি ভাবে ক্ষমতায় আসা যায়। কিভাবে লুট করা যায়, তাদের লুট আমরা দেখেছি, সারে লুট করেছে বিদ্যুতে লুট করেছে, সব ক্ষেত্রে তারা লুট করেছে। বাংলাদেশকে তারা পাচ বার দুনীতিতে চ্যাম্পিয়ান বানিয়েছে এই বিএনপি জামাত জোট।
মানিকগঞ্জের সাটুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, সাধারন সম্পাদক আফাজ উদ্দিন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)