• রাজনীতি

দিনাজপুরের ২ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাড়ালেন জাপা প্রার্থী

  • রাজনীতি
  • ০২ জানুয়ারী, ২০২৪ ১৮:১০:২৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ২ ( বিরল - বোচাগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুবুল আলম। এব্যাপারে আজ মঙ্গলবার বিরলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আহবান করে সরে দাড়ানোর কারন উল্লেখ করেছেন তিনি। তবে চাপ হুমকি বা ভয়ভীতির কোন কারন নেই বলে নিশ্চিত করেছেন জাপা প্রার্থী।

এব্যাপারে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জাপা প্রার্থী মাহবুবুল আলম এই প্রতিবেতককে জানান, সাধারন ভোটারদের বিভিন্ন প্রশ্নে বিব্রতকর পরিস্হিতিতে পড়ে নির্বাচন থেকে সরে দাড়াড়িয়েছেন তিনি।  আওয়ামীলীগ জাতীয় সমঝোতা করেই তো নির্বাচন করছে। তাহলে ভোটাররা কাকে ভোট দেবে নৌকা না লাঙ্গলে? এধরনের প্রশ্নের জবাব দিতে বিব্রতকর অবস্হায় পড়ে নির্বাচন থেকে নিজেে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ ভোটারদের কাছে ভোট চাইতে আর কোন প্রচারনা চালাবেননা।

মন্তব্য ( ০)





  • company_logo