ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদে ‘সবচেয়ে বড়’ হামলার জেরে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে খারকিভ ও কিয়েভে হামলা হচ্ছে বেশি। মস্কো বলছে, তারা বেলগোরদে ইউক্রেনের শনিবারের হামলার জবাবে এসব হামলা চালাচ্ছে। বেলগোরদে ইউক্রেনের বিমান হামলায় শিশুসহ অন্তত ২৪ রুশ নাগরিক নিহত হয়েছেন। আহত হন শতাধিক।
এটি রাশিয়ায় চালানো ইউক্রেনের এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা।বিবিসি জানায়, এ হামলার পর রাশিয়া অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। ইউক্রেন বলছে, আগের দিন শুক্রবার রাশিয়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের ৪৫ জন নিহত হন। এটিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলছে ইউক্রেন।রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় মেয়র জানান, সেখানে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। খারকিভের মেয়র আইহর তেরেখোভ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ড্রোন হামলা হয়েছে। কোনো সামরিক স্থাপনায় হামলা হয়নি। ক্যাফে, আবাসিক ভবন ও অফিসে হামলা হয়েছে। শুক্রবারের হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রাশিয়ার বোমা আঘাত হানে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচস্কো বলেন, শহরে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। অপরদিকে বেলগোরদের গভর্নর জানান, রাশিয়ায় চালানো ইউক্রেনের হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এক টেলিগ্রাম পোস্টে তিনি লিখেন, দুই বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, রাশিয়ার ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিয়েভ যুদ্ধক্ষেত্রে নিজেদের পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে; উস্কানি দিতে চাইছে। তাদের ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)