• প্রশাসন

শ্রীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ২৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:১০:১২

ছবিঃ সিএনআই

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ও অফিসার ইনচার্জ, শাহ জামান। 

বুধবার(২৭ ডিসেম্বর)  সকাল ১১ টায় উপজেলার ক্ষণিকা সভাকক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের শ্রীপুরের আইন শৃঙ্খলা সমন্বিত ও সু-শৃঙ্খল রাখার প্রত্যয় ব্যক্ত করে এসব কথা বলেন প্রশিসনিক কর্মকর্তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল আলম প্রধান। এসময় আরো উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর, রাজা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম  এবং সাংবাদিকসহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শাহ জামান বলেন, সাংবাদিকরা সত্য তুলে ধরবেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে কাজ করবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র প্রশাসন এবং পুলিশ সকল কিছুর নিরাময় করতে পারবে না। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই যাচাই বাছাই সাপেক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য।

মন্তব্য ( ০)





  • company_logo