• প্রশাসন

নানা আয়োজনে ফরিদপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

  • প্রশাসন
  • ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৪:০৩

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার সকালে শহরের গোয়ালচামস্থ শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়।প্রথমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়।

পরে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 

এরপর  জেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য বিজয় র‍্যালী   বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক ঘুরে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি পালনে  গণকবর জিয়ারত, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচসহ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা কর্মসূচী রয়েছে ।

মন্তব্য ( ০)





  • company_logo