• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২১ নভেম্বর, ২০২৩ ১০:২১:৩৪

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর  রাঙ্গামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের নাইল্যাছড়ি এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপি এই কার্যক্রমের মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত স্থানীয় মোট ২৩৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার, মেডিকেল সদস্য এবং কাউখালী ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। কাউখালী আর্মি ক্যাম্প এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

মন্তব্য ( ০)





  • company_logo