• বিনোদন
  • লিড নিউজ

তিন বিজ্ঞাপনচিত্রে ফারজানা সুমি

  • বিনোদন
  • লিড নিউজ
  • ২০ নভেম্বর, ২০২৩ ২১:৩৪:৩৪

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: চলতি সময়ের অভিনেত্রী ফারজানা সুমি। অভিনয় করছেন চলচ্চিত্রে। পাশাপাশি তার দেখা মিলছে বিজ্ঞাপনচিত্রেও। সম্প্রতি তিনি শেষ করেছেন তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ। জ্যাম্বস কাজলের নির্দেশনায় গেল ১৭ নভেম্বর, শুক্রবার হতে রোববার পর্যন্ত টানা তিন দিন ঢাকার অদূরে একটি শুটিং বাড়িতে বিজ্ঞাপনচিত্রগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয়। 

কাজটি প্রসঙ্গে সুমি বললেন, চমৎকার পরিবেশ ও আয়োজনে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। কেয়ার এইড লিমিটেডের তিনটি পণ্য – বন্ধন সরিষার তেল, কেয়ার টয়লেট ক্লিনার ও কেয়ার ডিশওয়াশের জন্য এ তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে। আমার সহশিল্পী ছিলেন কাজী হায়াৎ। আমি তার পুত্রবধুর চরিত্রে রূপদান করেছি। 

সুমি যোগ করে আরও বললেন, জ্যাম্বস কাজল ভাইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন। কাজ শেষে উপস্থিত সকলে প্রশংসা করেছেন। খুব শীগগির বিজ্ঞাপনচিত্রগুলো প্রচার হবে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

জানা গেছে, তিনটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন লাবণী শাহরিয়ার, মুশফিক লিটু ও ইসমত তোহা। মিউজিক ডিরেকশনে ছিলেন মুশফিক লিটু। চিত্রগ্রহন করেছেন মোহাম্মদ নয়ন।

উল্লেখ্য, সুমি অভিনীত ছবি অপূর্ব রানার ‘জলরঙ’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে ডিসেম্বরে মিজানুর রহমান লাবুর ‘আতর বিবি’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘রুখসা’ ছবির শুটিং শুরু হবে।

মন্তব্য ( ০)





  • company_logo