• গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

  • গণমাধ্যম
  • ০২ নভেম্বর, ২০২৩ ১৪:০৯:২২

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায়  ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 

ঠাকুরগাঁও প্রেসকাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, সাধারণ সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, দ্যা ডেইলী নিউজ এজ পত্রিকার জেলা প্রতিনিধি নুর আফতাবুল আলম রুপম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু। 

প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। বক্তারা সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে কোন ধরনের হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo