• প্রশাসন

প্রতিটি পূজা মন্ডব থাকবে কঠোর নিরাপত্তায়, মতবিনিময় সভায় কুড়িগ্রাম পুলিশ সুপার

  • প্রশাসন
  • ০৬ অক্টোবর, ২০২৩ ১৪:৩৭:৫২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৩ কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা সদর সহ সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, উলিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম সদর দক্ষিণ পাড়া পূজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিক, রাজারহাট হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুরপশ চন্দ্র মোহন্ত, ফুলবাড়ী নব বাজার রাধা গবিন্দ মন্দিরের সভাপতি সুবোধ বনিক, ফুলবাড়ী বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সহ সভাপতি গন্ধরাজ দাস, কচাকাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দিলিপ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার, ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ, উলিপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি পার্থ সারথি সরকার, চিলমারী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কর্নধর বর্মা, সহ সভাপতি ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, রৌমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী পরেশ সাহা, রাজিবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন আচায্য, সাধারণ সম্পাদক তারেক শ্বর সাহা সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। 

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৩ সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান সময়ে বিভিন্ন পূজা মন্ডবে ইতিমধ্যেই জেলা পুলিশের সদস্যদের নিয়মিত উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কুড়িগ্রাম জেলার সকল পূজা মন্ডবকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মর্মে জানান।

পুলিশ সুপার বলেন, ইতিমধ্যেই আমরা কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা করেছি, প্রতিদিন সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন। পাশাপাশি সম্মানিত হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের মন্দিরের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে মর্মে সকলকে আশস্ত করেন। আসন্ন শারদীয় দূর্গাপুজাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না এবং কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের কোন প্রকার গুজবে কান না দেয়ার আহবান জানান।  

এছাড়াও ৫ অক্টোবর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় সকলে উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনের অনন্য দৃষ্ঠান্ত কুড়িগ্রাম উল্লেখ করে বক্তারা জেলা পুলিশের বিভিন্ন ইতিবাচক ও ত্বরিত  কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম সহ সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo