
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে সুরমি খাতুন (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সুরমি খাতুন মশুড়িয়া পাড়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মাটির ব্যাংকে সুরমির টাকা জমানো নিয়ে স্বামী ফরিদ হোসেনের সঙ্গে সোমবার বিকেলে বাগবিতণ্ডা হয়। এ সময় সুরমি কান্নাকাটি করে। সন্ধ্যার পর অভিমান করে সুরমি নিজ ঘরে গলায় ফাঁস নেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর ওপর অভিমান করে সুরমি খাতুন আত্মহত্যা করেছেন। তার মরদেহের প্রাথমিক সুরতহাল হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে&nbs...
বিনোদন ডেস্কঃ বলিউড দম্পতিদের মধ্যে...
নড়াইল প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পে...
মন্তব্য ( ০)