
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান ১৮ সেপ্টেম্বর ২০২৩ মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তারাটি ফকিরগঞ্জ বাজারে কতিপয় ব্যাক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়া খেলা পরিচালনা করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে মোঃ আবু রায়হান (৩০), কে আটক করে। আসামিরকে তল্লাশি করে ১ টি সচল সিয়েরা নীল (Sierra Blue) রংয়ের Iphone 13 pro Max মোবাইল ফোন, মডেল নং-MLLW3B/A জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইন জুয়ার WINBDT সাইটে ০১ টি একাউন্ট (যার আইডি নং-410001009, User Name- rihane9) এবং 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট (যার আইডি নং-024410001009) পাওয়া যায়।সে দীর্ঘদিন যাবৎ উক্ত ০২ টি আইডি দ্বারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।
বর্ণিত ০২ টি আইডির ট্রানজেকশন বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে, ধৃত আসামী বর্ণিত ০২ টি আইডিতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন অংকের টাকা লেনদেন করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তাগাছা থানায় সৌপর্দ করে।
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘পর্যটনে পরিবেশ বান্ধব বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
মন্তব্য ( ০)