• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হত্যা মামলা আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার 

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৪৪:০১

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে শিশু হাবিবা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুজ মিয়া ও আবুল কাশেম নামের দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলার দুশমারা এবং রৌমারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর র‌্যাব-১৪ এর সিপিসি-১ স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

আশিক উজ্জামান জানান, দেওয়ানগঞ্জের বাঘারচরে নিখোঁজের দু’দিন পর ১১ সেপ্টেম্বর ভোরে বাড়ির আঙিনা থেকে শিশু হাবিবার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় হাবিবার বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দেওয়ানগঞ্জ থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরেই র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্তে নামে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখে।

তদন্তের এক পর্যায়ে র‍্যাব জানতে পারে যে, শিশু হাবিবা নিখোঁজের পর সবুজ তাকে খুঁজে দিতে দেড় লাখ টাকা দাবি করেন। হাবিবার পরিবার এতে রাজি হলেও মরদেহ উদ্ধারের পর থেকে সবুজ পলাতক থাকে। এ ঘটনার তদন্ত করে র‍্যাব বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সবুজ ও কাসেমকে গ্রেপ্তার করে।

মন্তব্য ( ০)





  • company_logo