• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০৫:০৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামী মোঃ নুরুন্নবী খান ওরফে উজ্জল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম রোববার দুপুরে সদরের খানপাড়া এলাকা থেকে চোর ও মাদক কারবারি ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  খানপাড়া এলাকার মোঃ নুরুন্নবী খান ওরফে উজ্জল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃ আসামী নুরুন্নবীর বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ১টি, উলিপুর থানায় ১টি ও কুড়িগ্রাম থানায় ৬টি মোট ৮ টি চুরি এবং মাদক মামলা রয়েছে। উক্ত আসামী কুড়িগ্রাম থানার ২০১৯ সালের একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ১৭ সেপ্টেম্বর সাজা ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo