• খেলাধুলা

জয়ে স্পিনাররা দারুণ ভূমিকা রেখেছেঃ সাকিব

  • খেলাধুলা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১২:১০

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ৮৫ বলে ৮০ রান এবং ৪৩ রান দিয়ে ১ উইকেট। দলও বিজয়ী। ম্যাচ সেরা বাছাই করার জন্য সম্ভবত আর কাউকে খোঁজার প্রয়োজন ছিল না। প্রতিপক্ষ দলে কেউ সেঞ্চুরিয়ানও থাকতে পারে; কিন্তু সেই দল তো পরাজিত। সুতরাং, ম্যাচ শেষে সেরার পুরস্কার উঠলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের হাতেই।

এবারের এশিয়া কাপ পুরোটাই ছিল হতাশার। আফগানিস্তানের বিপক্ষে ওই একটি ম্যাচ বাদ দিলে হতাশা নিয়েই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলো প্রায় বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু ভারতের বিপক্ষে অসাধারণ খেললো টাইগাররা এবং ৬ রানের শ্বাসরূদ্ধকর এবং দুর্দান্ত এক জয় নিয়েই দেশে ফিরে আসছে তারা।

ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে হলো টাইগার অধিনায়ক সাকিবকে। সেখানেই তিনি জানালেন কিভাবে জয়টি এলো, কিভাবে তিনি ৮০ রানের ইনিংস খেলে জয়ে ভূমিকা রাখলেন, বাংলাদেশ দলের কে কে ধন্যবাদ পেলেন অধিনায়কের কাছ থেকে?

সাকিব বলেন, ‘যে সব খেলোয়াড় আগের ম্যাচগুলোতে খেলতে পারেনি, তাদেরকে সুযোগ দিয়েছিলাম এই ম্যাচে। একই সঙ্গে স্পিনাররাও দারুণ একটি ভূমিকা রেখেছে এবং সৌভাগ্যক্রমে আমাদের এসব পরিকল্পনা কাজে লেগে গেলো। তারা সবাই ভালো করলো। যার ফলাফল এই জয়।’

নিজের ব্যাটিং সম্পর্কে সাকিব বলেন, ‘এই এশিয়া কাপে আমি মোটেও ভালো ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আজ (শুক্রবার) আমি নিজেকে সেট করে নেয়ার একটা দারুণ সুযোগ পেয়েছি। যখনই প্রথম বাউন্ডারিটা মারলাম, তখনই ভালো অনুভব করছি। বুঝেছি আজ ভালো কিছু হবো।’

স্পিনাররা দারুণ ভূমিকা রেখেছে বলে জানালেন সাকিব। তিনি বলেন, ‘বল যখনই পুরাতন হতে শুরু করলো, তখনই স্পিনারদের খেলা কঠিন হয়ে গেলো। এরপর মাহেদি বল হাতে তুলে নেয়ার পর চিত্রটা আরো বদলে গেলো। যদিও ওই সময় বোলিং করাটা খুব সহজ ছিল না। কিন্তু মাহেদি শেষ মুহূর্তে টানা ৫ ওভার বল করলো।’

এসব দিয়েই সাকিব বুঝিয়ে দিলেন শেখ মাহদিসহ অন্য স্পিনারদের আঁটোসাঁটো বোলিংয়েই ভারতীয় ব্যাটারদের কাঙ্খিত ২৬৬ রানের লক্ষ্যে পৌঁছাতে দেয়নি। বাংলাদেশ ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

মন্তব্য ( ০)





  • company_logo