
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মাইক্রোবাসের ধাক্কায় আঁখি নামের ৬বছরের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৮সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট- তিস্তা মহাসড়কের কসাইটারী কিশামত পুনকর মসজিদ সংলগ্ন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার(৮সেপ্টেম্বর) সকাল ১১টায় তিস্তা থেকে রাজারহাট অভিমুখে দ্রুত বেগে আসা একটি মাইক্রোবাস কিশামত পুনকর মসজিদ এলাকায় পৌচ্ছিলে শিশু শিক্ষার্থী আঁখি বেগম (৬) দৌড়ে রাস্তা পাড় হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। এ সুযোগে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত রাতে শিশুটি মারা যায়। শিশুটি উপজেলার সদর ইউনিয়নের কিশামত পুনকর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
শনিবার (৯সেপ্টেম্বর) সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘পর্যটনে পরিবেশ বান্ধব বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
মন্তব্য ( ০)