• সমগ্র বাংলা
  • লিড নিউজ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩২:২১

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মানিক মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের পুত্র।

জানা গেছে, শনিবার গভীর রাতে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬১ এর কাছে চোরাকারবারি দল ভারতীয় গরু পাচারের জন্য যায়। এসময় চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, মানিকের মরদেহ বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকায় গোপনে দাফনের চেষ্টা করছিল তার সংগীয়রা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য ( ০)





  • company_logo