• সমগ্র বাংলা

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা
  • ০৬ জুন, ২০২৩ ২৩:১৭:২৩

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ভাঙ্গন ও বালু পরিবহণ করে গ্রামীণ সড়ক নষ্ট করার অভিযোগে মো. জোবাইর নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলিত  বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ জুন) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের বরকল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অর্থদন্ড আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে, বড় বড় ট্রাকে করে বালু পরিবহনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে বরকল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যবসায়ী হতে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অতিরিক্ত হিসেবে বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo