
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’ সিরিয়ালের সৌমিতৃষা। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির নায়িকা হবেন তিনি। প্রযোজক হলেন অতনু রায় চৌধুরী।
সৌমিতৃষা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানালেন, অতনু একদিন ফোন করে তার কাছে জানতে চান সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কী ভাবছেন! যেহেতু অনেকদিন ধরেই বড়পর্দায় অভিনয় করার ইচ্ছে তাই আর ‘না’ বলেননি। সঙ্গে জানান, পরিচালক হিসেবে অভিজিৎ সেনও তার খুব পছন্দের।
অতনু জানালেন, বছর তিনেক আগেই সৌমিতৃষা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন বাচ্চা বলে ফিরিয়ে দেন। কিন্তু ‘মিঠাই’তে তার কাজ দেখে এখন সবাই জানেন তিনি অভিনেত্রী হিসেবে কতটা পরিণত। জানা যাচ্ছে, ‘প্রধান’ ছবিতে আরও থাকবেন পরাণ বন্দ্যোপাঝধ্যায়। দেব-সৌমিতৃষা আর পরাণ, তিনটি চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া হবে। অগস্ট নাগাদই ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। শীতের ছুটিতে মুক্তি পাবে পারিবারিক ঘরানার সিনেমাটি।
দেবের বিপরীতে কাজ করা নিয়ে সৌমিতৃষা জানালেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই দেবের ছবি দেখেন। তখন মনে মনে ভাবতেনও ওরকম সুন্দর লোকেশনে নাচ-গান করার কথা। যদিও এখন আর ওই ধরনের বাণিজ্যিক ছবি তৈরি হয় না, তবুও দর্শক এখন যে ধরনের ছবি দেখছেন, তেমন প্রোজেক্টে কাজ করতে পেরে খুশি। সৌমিতৃষাকে ‘মিঠাই’তে মিঠি আর মিঠাই চরিত্রে দেখেছেন দর্শক। দুটি চরিত্রই দর্শক মনে আলাদা করে জায়গা করে নিয়েছে।
সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় এক ইউপি সদস্যের ইটবা...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরে প্রকাশ্যে একজন নার...
ফরিদপুর প্রতিনিধিঃ স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ইস্পাহ...
দিনাজপুর প্রতিনিধি: 'চ্যানেল আই ২৫ উচ্ছ্বাস-লাল ...
মন্তব্য ( ০)