
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের দুই উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধীসহ দুইটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে জেলার বাহুবল ও চুনারুঘাটে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের ইজাজুর রহমানের ছেলে সাব্বির আহমদ (১০) ও চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের আদিল বখত চৌধুরীর মেয়ে তাসমিয়া চৌধুরী লামিয়া (৩)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জনান, লামিয়া বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে পানিতে তার নিথর দেহ ভেসে উঠলে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ফতেপুরে দশ বছর বয়সী সাব্বির শারীরিক প্রতিবন্ধী। শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান।
ফেনী প্রতিনিধি : ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণা করা...
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠ...
যশোরঃ যশোরের ঝিকরগাছায় ৫শ বছরের সুপ্রাচীন গদখালী সার...
রাঙামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি নানিযারচর জোন এর...
মন্তব্য ( ০)