• খেলাধুলা

হারের আগে মেজাজ হারালেন মহেন্দ্র সিং ধোনি

  • খেলাধুলা
  • ২৮ এপ্রিল, ২০২৩ ১৩:১৭:৪৯

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: রাজস্থানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খাপছাড়া ছিল চেন্নাই সুপার কিংসের বোলিং-ফিল্ডিং। বারবার চেষ্টা করেও যেন দলকে এক সুতোয় গাঁথতে পারছিলেন না মহেন্দ্র সিং ধোনি। আর তাতে রাজস্থানের ইনিংসের এক পর্যায়ে মেজাজ হারাতেও দেখা যায় ক্যাপ্টেন কুল খ্যাত সুপার কিংস অধিনায়ককে। রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলটি শিমরন হেটমায়ারের প্যাডে আঘাত করে এবং উইকেটের পিছনে চলে যায়। এরপর ধোনি চতুরতার সঙ্গে বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে স্টাম্প বরাবরই ছুঁড়ে দেন কিন্তু বোলার মাথিশা পাথিরানা উইকেটের মাঝখানে এসে বলটি ধরে ফেলেন। যা দেখে চিৎকার করে ওঠেন এমএস ধোনি।

এতে কিছুক্ষণের জন্য তরুণ পাথিরানা খানিকটা অবাক হয়ে ধোনির দিকে তাকিয়ে থাকেন। সেই সময়ে ধোনি ইশারায় তাকে বলেন যে, তিনি অন্য প্রান্তে বল ছুঁড়তে যাচ্ছিলেন, সে কারণেই তিনি থ্রোটি করেছিলেন। যা পরে বুঝতে পারেন পাথিরানা। নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মুখ ঢাকেন শ্রীলঙ্কার এই পেসার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বেশ ভাইরাল। এদিন জয়পুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০২ রান তোলে রাজস্থান। জবাবে শিবম দুবের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে পারে চেন্নাই। ফলে ৩২ রানের হার নিয়ে ঘরে ফেরেন ধোনিরা। 

 

মন্তব্য ( ০)





  • company_logo