• প্রশাসন

“নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়”

  • প্রশাসন
  • ১১ মার্চ, ২০২৩ ২১:২১:৪৮

ছবিঃ সিএনআই

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: “নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেনপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।১১ মার্চ শনিবার  কক্সবাজারে একটি হোটেলের  হলে

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।আয়োজিত কর্মশালায় নির্বাচন কমিশন, কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ নতুন ভোটার ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo