• জাতীয়

 বড়দিন: এবার ৫৬৮২ গির্জায় দেওয়া হবে ২৮৪১ টন চাল

  • জাতীয়
  • ২১ ডিসেম্বর, ২০২২ ১৮:৩১:৪৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে ৫০০ কেজি করে চাল পাবে দেশের পাঁচ হাজার ৬৮২টি গির্জা। এই সহায়তা দিতে দুই হাজার ৮৪১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

দেশের ৬২ জেলায় গির্জাগুলোর অনুকূলে এই বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ত্রাণের চালের বরাদ্দপত্র সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপ-বরাদ্দ দেবেন। গির্জার সংখ্যা কম হলে অতিরিক্ত চাল বিধি মোতাবেক মজুত রেখে মন্ত্রণালয়কে জানাবেন।

মন্তব্য ( ০)





  • company_logo