• খেলাধুলা

 জাকিরকে ভালো লেগেছে অ্যালান ডোনাল্ডের

  • খেলাধুলা
  • ২১ ডিসেম্বর, ২০২২ ১৭:২৭:১৯

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল জাকির হাসানের। আর অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ২০ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে জাকির তুলে নিয়েছিলেন চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি।

এমন ইনিংসের পর অবশ্য জাকির বাহবা পেয়েছিলেন বিরাট কোহলি থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত। এমনকি প্রশংসার ফুলঝুরি ছুটিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সবশেষ এবার জাকিরের প্রশংসায় মঞ্চমুখ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগারদের এই কোচ বলেন, ‘সেটি (চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং) আমাদের জন্য দারুণ একটি ‘ব্লুপ্রিন্ট’। তরুণ জাকির অনেককেই চমকে দিয়েছে। আমি তাকে প্রথমবার দেখলাম। তার মনোভাব আমার ভালো লেগেছে। তার সাহসিকতা ও আগ্রাসী মানসিকতা আমার পছন্দ হয়েছে।’

ডোনাল্ডের মনে হয়েছে, জাকির জানাতে চেয়েছেন, তিনি থাকতেই এসেছেন। তার ভাষ্য, ‘সে দেখিয়ে দিতে চেয়েছে যে, লড়তেই এসেছে। সে দেখিয়েছে তাদের (ভারত) সেরা বোলারদের বিপক্ষেও দাপুটে ব্যাটিং করতে পারে। দলে দারুণ এক চিলতে তরতাজা হাওয়া বয়ে এনেছে সে এবং সবসময় নিজের ওপর বিশ্বাস রাখে।’

প্রথম ইনিংসে স্রেফ ১৫০ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ডোনাল্ড বলছেন, ‘আমাদের যদি পেছনে ফিরে তাকাতে হয় তাহলে শুরুটা ছিল (প্রথম টেস্টের) দ্বিতীয় ইনিংসেই। আমরা সেটির ওপর নির্ভর করতে পারি। আমরা দেখিয়েছি যে ভারতের সঙ্গে সমানে সমান এগোতে পারি। তবে হ্যাঁ! এটি (মিরপুরে) পুরোপুরি ভিন্ন পিচ। দেখা যাক, আমাদের সামনে কী অপেক্ষা করছে।’

মন্তব্য ( ০)





  • company_logo