• বিশেষ প্রতিবেদন

পাবনায় সরিষার ভালো ফলনের সম্ভবনা

  • বিশেষ প্রতিবেদন
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৯:০৯

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ সবুজ পাতার ফাঁকে হলুদের পাপড়ি। যেন চির সবুজের বুকে কাঁচা হলুদের আল্পনা। পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের মাঠ সরিষার ফুলে ভরে উঠেছে। যতদূর চোখ যায়,ততদূর হলুদের সমারোহ। যেন হলুদের বিছানা মাঠ জুড়ে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার সরিষার আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

চলতি মৌসূমে চলনবিলের ৯ উপজেলায় ১ লাখ ২০ হাজার হেক্টরের বেশি জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। সরিষায় স্বপ্ন বুনছেন এ উপজেলার কৃষক

চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলার হান্ডিয়ালের কৃষক জাকির হোসেন জানান, এ বছর আমি ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সরিষার প্রচুর ফুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি। ছাইকোলার কৃষক আব্দুল গণি বললেন, সরিষার ফুলে খেত ছেয়ে গেছে। এখন পর্যন্ত পোকার আক্রমণ হয়নি। আশা করছি ফলন ও দাম ভালো পাবো। 

চাটমোহর উপজেলায় দেশি ও বারি জাতের সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, চলতি মৌসুমে এ উপজেলার কৃষক সরিষার আবাদ করে লাভবান হওয়ার আশা করছেন। কৃষি বিভাগের কর্মীরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন। এবার সরিষার উৎপাদন ভালো হবে বলে আশা করছি। 

মন্তব্য ( ০)





  • company_logo