
প্রতীকী ছবি
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: দিনাজপুরের পাবর্তীপুরে বাবার ঘুষির আঘাতে প্রান হারিয়েছে ৭ বছর বয়সি শিশু পুত্র জাকারিয়া জাকি। আজ বুধবার সকালে ওই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক পিতা।
জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়ায় সকালে খিদা মিটাতে খাবারের জন্য হৈচৈ করছিল দেলোয়ার হোসেনের তিন শিশু সন্তান। এসময় নাস্তার আয়োজনে স্বামীর কাছে খরচার টাকা চান স্ত্রী জাকিয়া বেগম। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর উপর চড়াও হয় সে। মারধরের এক পর্যায়ে ৭ বছরের শিশু সন্তান দুজনের মাঝে পড়ে যায়। এ সময় স্ত্রীর উদ্দেশ্যে ঘুষি চালানো হাত গিয়ে আঘাত হানে শিশু জাকারিয়ার বুকে। ওই ঘুষির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সন্তান জাকারিয়া। এসময় ছেলের লাশ ফেলে পালিয়ে যান ঘাতক পিতা দেলোয়ার হোসেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, শিশুর পিতা দেলোয়ার হোসেন একজন শ্রমিক। রাগ সামলাতে না পেরে স্ত্রীকে মারধরের সময় শিশুটি মাঝে এসে পড়ায় বাবার ঘুষির আঘাতে মৃত্যু ঘটেছে। জামাইকে আসামি করে শিশুর নানা হত্যা মামলা দ্বায়ের করেছেন। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত করা হয়েছে।
সোহেল রানা, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা প্রশাসক ও আসন্ন উপনির্বাচনের...
সঞ্জু রায়, বগুড়া: প্রয়াত ওস্তাদ এস.এম বাবর আলী স্মরণে বগু...
কাফি খান,ময়মনসিংহঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলি...
মন্তব্য ( ০)