• জাতীয়
  • লিড নিউজ

গ্যাস ভরতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণ,হাসপাতালে ৫

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১৩ অক্টোবর, ২০২২ ২২:৪৪:৪৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলকায় খালি সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পারিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার ফিলিংস স্টেশনটিতে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টা দিকে শতাধিক বড় বড় গ্যাসের খালি সিলিন্ডারবাহী মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে করতে যায়। সিলিন্ডারে গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য ( ০)





  • company_logo