• প্রশাসন
  • লিড নিউজ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বান্দরবান রিজিয়ন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ০১ অক্টোবর, ২০২২ ১৬:১১:১৬

নিউজ ডেস্ক: "ধর্ম যার যার,উৎসব সবার"সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রামের অধীনস্থ বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়ন কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পূজা উদযাপন কমিটির আবেদনের  পরিপ্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ হতে ১৭টি মন্দির ও ০৭টি পূজা মন্ডপে সর্বমোট ২,৩৮,০০০.০০ (দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র) টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা অর্চনা পরিচালনার লক্ষ্যে অন্যান্য সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠী সহ সকল জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo