• প্রশাসন

সার্ভিস ইনোভেশন পুরস্কার পেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি

  • প্রশাসন
  • ২৮ জুলাই, ২০২২ ১৯:৪৫:৪৪

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সার্ভিস ইনোভেশন ও ডিজিটালাইজেশনের পুরস্কার পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সময় তার হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার  ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তরে জেলা এবং বিভাগীয় পর্যায়ের সকল কর্মকর্তার বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সারাবছরব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে সর্বস্তরের ভোক্তাগণের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ. এইচ. এম. সফিকুজ্জামান আরও জানান, সম্মামনা দায়িত্ববোধকে আরোও সমুন্নত করে। আশা করছি ভোক্তা অধিদপ্তর ভোক্তার স্বার্থ রক্ষার্থে আরোও নিবিরভাবে কাজ করবে।

মন্তব্য ( ০)





  • company_logo