• সমগ্র বাংলা

উৎসবমুখর পরিবেশে বগুড়ায় লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২৭ জুন, ২০২২ ২২:৫১:৫৫

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া:  বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ উদ্যোগে বগুড়ায় আলোচনা সভা, লোকগান ও নৃত্য নিয়ে জমকালো নানা আয়োজনে জেলা লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি শহরের ফুলবাড়ি একাডেমি মিলনায়তনে এই উৎসবমুখর আয়োজন করে।

জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তোফাজ্জল হোসেন জিন্নাহ (কবি শোয়েব শাহরিয়ার), জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসাহাক আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, লোকসংস্কৃতি প্রকৃতপক্ষে বাঙালি সংস্কৃতির মূলধারা। এর মর্মমূলে আবহমান বাংলা ও বাঙালির ইতিহাস,ঐতিহ্য ও সভ্যতার প্রকৃত পরিচয় পাওয়া যায় । জীবন-জীবিকা ও প্রকৃতিই সংস্কৃতির নিয়ামক। মূলত কৃষিজীবন ও নদ-নদী বাংলার সংস্কৃতিকে নির্মাণ ও নিয়ন্ত্রণ করেছে। স্বয়ংসম্পূর্ণ গ্রামই ছিল বাংলার প্রাণকেন্দ্র সংস্কৃতির উৎস, লালন ও বিকাশক্ষেত্র। এই গ্রামকেন্দ্রিক সংস্কৃতির মধ্যেই বাংলা ও বাঙালির আত্মপরিচয় প্রচ্ছন্ন আছে।

অতিথিবৃন্দরা আরো বলেন, বাংলার লোকসংস্কৃতি বঙ্গ জনপদ বাসীর যৌথ জীবন চর্চার এক আন্তরিক ভাষ্য। সমন্বয়, সহাবস্থান ও সৌহার্দ্যের এক অপূর্ব নিদর্শনের সাক্ষ্য বহন করে বাংলার এই লোকসংস্কৃতি। ইতিহাসের সূচনালগ্নের বঙ্গ জনপদের আদিম অধিবাসীদের বিশ্বাস—সংস্কার ও লোকাচারকে কেন্দ্র করেই এই লোকসংস্কৃতির জন্ম। নানা জনগোষ্ঠীর রক্তের মিশ্রণে যেমন বাঙালি জাতি গড়ে উঠেছে, তেমনি তার সংস্কৃতি সম্পর্কেও এ কথা সত্য। সুদূর অতীতের স্মৃতি চিহ্নবাহী বাংলার লোকসংস্কৃতি, তাই ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যে’র ধারণাটি সার্থক করে তুলেছে। আলোচনা সভা শেষে উক্ত উৎসবে লোকগান এবং জমজমাট আয়োজনে লোকনৃত্য পরিবেশিত হয়। 

 

মন্তব্য ( ০)





  • company_logo