• আন্তর্জাতিক
  • লিড নিউজ

সেভেরোদোনেৎস্কে রাশিয়ার আক্রমণে কোণঠাসা ইউক্রেন

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২১ জুন, ২০২২ ১৯:৩৯:৫৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের জন্য রাশিয়া অভিযান জোরদার করায় কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা।

দেশটি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্র জানান, সেভেরোদোনেৎস্কে রাশিয়া ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করছে।

রয়টার্স জানায়, রোববার শহরতলির মেটিওলকিন এলাকার দখল নেয় রুশ সেনারা। এর পর সোমবার তারা মূল শহরে ঢুকে পড়ে।

শহরের মেয়র সেরহি হারদাই জানান, ইউক্রেনে শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনাদের দখলে। আরও বলেন, রুশ বাহিনী নদীর ওপারে অবস্থিত লিসিচানস্ক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইউক্রেনীয়দের বেগ পেতে হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরোধ মোকাবিলা করতে থাকবে বলে ঘোষণা দেন তিনি।

এর আগে সেভেরোদোনেৎস্কের আজোট রাসায়নিক কারখানায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানায় রাশিয়া। শহরের প্রধান সংযোগ সেতুগুলো গুঁড়িয়ে দেয় রুশ সেনারা।

মন্তব্য ( ০)





  • company_logo