• আন্তর্জাতিক

ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজারের অধিক রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক
  • ০১ জুন, ২০২২ ১৩:৪৯:০২

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩০ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছেন, বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য দিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ রুশ সেনা নিহত হয়েছেন।

এটি বলেছে যে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধ শুরুর পর থেকে ২০৮টি রাশিয়ান বিমান, ১৭৪ হেলিকপ্টার, এক হাজার ৩৫৮ ট্যাংক, তিন হাজার ৩০২ সাঁজোয়া যান, ৬৪৯ আর্টিলারি, ২০৭ রকেট লঞ্চার এবং ৯৩টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া দুই হাজার ২৭৫টি যানবাহন, ১৩টি জাহাজ, হালকা নৌকা, ১২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫১৫টি চালকবিহীন আকাশযান হারিয়েছে।

রাশিয়ার নিহত সৈন্যদের সংখ্যা ইউক্রেনের তুলনায় অনেক কম।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে কমপক্ষে চার হাজার ৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং চার হাজার ৮২৬ জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে ছয় দশমিক ৭ মিলিয়নেরও বেশি মানুষ অন্য দেশে পালিয়ে গেছে, এবং সাত দশমিক ৭ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo