• স্বাস্থ্য
  • লিড নিউজ

মাঙ্কিপক্স প্রতিরোধে টিকা আনার ঘোষণা মডার্নার

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ২৪ মে, ২০২২ ২২:৪২:১৯

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক টিকা আনার ঘোষণা দিয়েছে মডার্না। ইতোমধ্যে সম্ভাব্য টিকার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৩১ জনের দেহে মাঙ্কিপক্সের দেখা মিলেছে। এ ছাড়া আরও ১০৬ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের ৭ মে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়। যদিও মাঙ্কিপক্স টিকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মডার্না।

ডব্লিউএইচও -এর বিশেষজ্ঞরা আগামী কয়েক সপ্তাহে আরও বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হতে পারে বলে জানিয়েছেন। এ বিষয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরাসরি মাঙ্কিপক্সের টিকা এখন সহজলভ্য না হলেও গুটিবসন্তের টিকা দিয়ে এ ভাইরাস প্রায় ৮৫ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। কারণ, দুই ভাইরাসের মধ্যে মিল রয়েছে। এ ভাইরাস প্রতিরোধে সবার টিকা নেওয়ার প্রয়োজন নেই। 

মন্তব্য ( ০)





  • company_logo