
ছবিঃ সিএনআই
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মুহ: সাদেক কুরাইশী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল সোমবার জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ সাংবাদিক ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সেখানে বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি জেলা পরিষদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে কারনে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জেলা পরিষদের যে সকল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদের নিয়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করছি। দীর্ঘ ১০ বছরে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ড নিষ্ঠার সাথে সম্পন্ন করেছি। অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। করোনাকালীন সময়েও জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১০ হাজার মানুষকে সহযোগিতা করা হয়েছে। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পুনরায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি। পরে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলায় প্রধান...
নিউজ ডেস্কঃ জনগণের মতপ্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্...
স্পোর্টস ডেস্কঃ মোস্তাফিজুর রহমান কি বিশ্বসেরাদের কাতার থ...
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতায় আবার ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট...
মন্তব্য ( ০)