• প্রশাসন

ফেনীতে তথ্য সরবরাহে পুলিশ মিডিয়া সেল গঠন

  • প্রশাসন
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৩:৫৬:২৩

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: গত (১১ নভেম্বর) বৃহস্পতিবার ফেনী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের আমন্ত্রনে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।  সভায় ফেনী জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার সাংবাদিকগনের বিভিন্ন  প্রশ্নের জবাব দেন এবং সাংবাদিক ও পুলিশের সম্পর্ক ও যোগাযোগ উন্নতি করার লক্ষে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  পুলিশ সুপার বলেন পুলিশ এবং সাংবাদিকদের যোগাযোগ ও তথ্য আদানপ্রদান দ্রুত ও সহজতর করার লক্ষে অতি শ্রীঘ্রই একটি ফোকাল পয়েন্ট গঠন করা হবে। তারই ধারাবাহিকতায় মাত্র ০২ (দুই) কার্যদিবসের মধ্যেই অদ্য শনিবার ১৩ নভেম্বর পুলিশ সুপার কার্যালয়ে ‘’ফেনী পুলিশ মিডিয়া সেল’’ নামে একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে । উক্ত ফোকাল পয়েন্টের দায়িত্বে জেলা গোয়েন্দা শাখা ইন্সপেক্টর মোঃ হাসান ইমামকে মনোনীত করা হয়েছে এবং একটি হট-লাইন নাম্বার (০১৩২০-১১৩১৩৬) খোলা হয়েছে। এখন থেকে সাংবাদিকগণ উক্ত নাম্বারে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করতে পারবেন।

ফেনী জেলার সাংবাদিকগণ প্রয়োজনে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo