• গণমাধ্যম

আশুলিয়া প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

  • গণমাধ্যম
  • ১৬ আগস্ট, ২০২১ ১০:৩৪:০০

ছবিঃ সিএনআই

সাভার প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব আশুলিয়া প্রেসক্লাব হল রুমে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মুন্সীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক তুহিন আহামেদ, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার অপু ওহাব সহ আশুলিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে এসময় দোয়া পরিচালনা করেন, নীলবর মন্ডল জামে মসজিদের ইমাম ও খতিব ইসলামী লেখক মুফতি আবুল কালাম আজাদ।

মুফতি আবুল কালাম আজাদ তার নিজের লেখা সুরের নহর বইটি আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, অর্থ সম্পাদক তুহিন আহামেদ, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী এবং চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টারের হাতে তুলে দেন।

দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo