• সমগ্র বাংলা

গাউছিয়া কমিটি চন্দনাইশকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এম্বুল্যান্স হস্তান্তর

  • সমগ্র বাংলা
  • ০২ আগস্ট, ২০২১ ১৮:২৬:৩৪

ছবিঃ সিএনআই

 

মোঃ মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে আনজুমানে রহমানিয়া আহমদিয়া ট্রাস্ট এর অঙ্গ সংগঠন গাউছিয়া কমিটি চন্দনাইশ টিমকে চলমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা  সেবা নিশ্চিত করতে এবং মরদেহ পরিবহনের নিমিত্তে শুক্রবার ৩১ জুলাই সকালে  বন্দর নগরীর চট্টগ্রামের বহদ্দারহাটস্থ এক কমিউনিটি সেন্টারে এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। 

আ.লীগের প্রেসিডেন্ট সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, আ. লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী , ওবায়দুল কাদের এম.পি। আ. লীগের উপকমিটির সদস্য আবদুল কাইউম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, সুজিত রায় নন্দী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব মফিজুর রহমান। গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, কর্মসূচির প্রধান সমন্বয়ক, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার এবং চন্দনাইশ উপজেলার প্রধান সমন্বয়ক ও উপজেলা ভাইচ- চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকীর কাছে এম্বুলেন্স হস্তান্তর কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ. লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য নাসির হায়দার বাবুল, মোঃ আরিফ,  মোঃ কাউছার, লায়নস ক্লাব অব চিটাগং এর সভাপতি লায়ন আবদুর রব শাহিন, চন্দনাইশ উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক, মাকসুদুর রহমান প্রমুখ। 

মন্তব্য ( ০)





  • company_logo