• অপরাধ ও দুর্নীতি

চাঁদপুরে তিন কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৪ জুন, ২০২১ ১৯:৪৩:৫২

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব বাজারের চারটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ১৫ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও তিনশত পিস অবৈধ চায়না জাল জব্দের পর ধ্বংস করেছে কোস্ট গার্ড।

দক্ষিণ মতলব উপজেলার মতলব বাজারে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন। পরবর্তীতে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশনের লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে ৩ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দক্ষিণ মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, এসব কারেন্ট জাল জব্দের সময় দুইজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আইনি ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo