• সমগ্র বাংলা
  • লিড নিউজ

নাগরপুরে ঘোড়া-ছাগল আর নির্মান সামগ্রীর দখলে বিদ্যালয়ের মাঠ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২১ জুন, ২০২১ ১৫:৪৮:১৯

ছবিঃ সিএনআই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  করোনা মহামারির কারনে দীর্ঘ প্রায় ১ বছর ৫ মাস ধরে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণা না থাকায় এ সব প্রতিষ্ঠানে বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘ দিন জড়াজীর্ন থাকায় শ্রেণী কক্ষে নেই উপযুক্ত পরিবেশ। স্থানীয় বাবুল আহমেদ বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বখাটেদের আড্ডাখানা ও মাদক সেবিদের আস্তানায় পরিনত হয়ে পড়েছে এসব প্রতিষ্ঠান। ফলে দিন দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার গোপালপুর সমবায় উচ্চ বিদ্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দেখা যায়, বিদ্যালয় মাঠের এক-তৃতীয়াংশ জায়গা জুড়ে ঠিকাদার তার নির্মাণ সামগ্রী ইট বালু শুরকি দিয়ে দখল করে রাখছে ।

বাকী জায়গা ঘোড়ার গাড়ী ও মাইক্রোবাসের অস্থায়ী গেরেজে পরিনত হয়েছে। মাঠ জুড়ে বিচরণ করছে ঘোড়া ও ছাগল ভেড়া। শ্রেণী কক্ষে ধুলা ময়লা জমে রয়েছে। এ প্রসঙ্গে সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের গেট না থাকায় অবাদে গবাদি পশু ডুকে পরে। এবং যত্রতত্র গাড়ী পার্কিংয়ের সুযোগ পায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা পেলে পরিস্কার পরিছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo