• সমগ্র বাংলা

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ৭ দিনের কঠোর লকডাউন 

  • সমগ্র বাংলা
  • ২১ জুন, ২০২১ ১৫:১২:৪৯

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ  সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ৭দিনের কঠোর লকডাউনের ১ম দিন চলছে। অস্বাভাবিক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় রবিবার মধ্যে রাত থেকে ২৭জুন মধ্যে রাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার মধ্যেরাত থেকে ২৭জুন মধ্যেরাত পর্যন্ত জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, শপিংমল, দোকান, রেষ্টুরেন্ট ও চায়ের দোকান, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

তবে কাচাবাজার ও মুদির দোকান সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্ব্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধি- নিষেধ চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলার অভ্যান্তরে আন্ত:জেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন, ইজিবাইকসহ সকল যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে গরুর হাটসহ জেলার সকল সাপ্তাহিক হাট-বাজার। লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় ২২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৭ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৭জনের মৃত্যু হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo