• শিশু সংবাদ
  • লিড নিউজ

সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ৩০ মার্চ, ২০২১ ১৮:৫২:২৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দিয়ে মাছ নিধনের পর সেই পুকুরে মাছ ধরতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত বিথী (১১) উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও রিথী (১২) একই এলাকার শাহজাহান প্রামাণিকের মেয়ে। ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভায়াট গ্রামে লিজকৃত পুকুরে রোববার রাতে বিষ ঢেলে দেন মালিক আব্দুল বরাত। মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা পুকুরে নেমে মাছ ধরছিল। 

বিথী ও রিথীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে তারা দুজন পানিতে ডুবে যায়। মাছ ধরা শেষে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে তাদের সন্ধান করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে বিষক্রিয়ায় ওই দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo