• সমগ্র বাংলা

পিরোজপুরে ১৪৭ গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

  • সমগ্র বাংলা
  • ২১ মার্চ, ২০২১ ১৬:৫৯:১৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামে রহমান মুন্সী নামে এক ব্যক্তির জমি বর্গা নিয়েছিলেন উত্তর রানীপুর এলাকার আবদুল জলিল শেখের পুত্র আরিফ শেখ (৩০)। সেই খেত থেকে ১৪৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের আওতায় রোববার (২১ মার্চ) দুপুরে উত্তর রানীপুর এলাকা থেকে চাষি আরিফ শেখকে (৩০) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিক্রয়যোগ্য ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

আটক আরিফ শেখের মা হোসনেয়ারা বেগম জানান, ‘‌আমার একটি মাত্র ছেলে। এই ছেলের আয়ে আমার পরিবারের ভরণপোষণ চলে। হঠাৎ করে কী মনে করে ছেলে এরম চিন্তা মাথায় ঢুকাইছে জানি না।’

গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম জানান, আরিফ শেখকে জিজ্ঞাসাবাদের পর তিনি গাঁজার ব্যবসা ও চাষ করে বলে জানান। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo