• বিনোদন

‎শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী তারার মেলা ও বসন্ত উৎসব

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: আসছে বসন্ত। যার রঙ, সুর ও প্রাণখোলা আড্ডার ব্যতিক্রমধর্মী আয়োজন তারার মেলা ও বসন্ত উৎসব’র আয়‌োজন শুরু হচ্ছে আগামীকাল ৩০ জানুয়ারি, শুক্রবার। ফাল্গুনকে স্বাগত জানানোর এ উৎসবে এক ছাদের নিচে মিলবে শপিং, বিনোদন ও উৎসবের আনন্দঘন অভিজ্ঞতা। যে আয়োজনে অংশগ্রহণ করবেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান, জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল, নন্দিতা, ইয়াসমিল লাবণ্য, সিনিয়র সংবাদ উপস্থাপিকা লিজা চৌধুরী প্রমুখ।

‎জানা গেছে, তারকারা তাদের পূর্বে ব্যবহৃত ‘প্রি-লাভড’ ফ্যাশন সংগ্রহ নিয়ে থাকবেন। এ প্রসঙ্গে মৌসুমী মৌ বললেন, আমরা গো গার্লস’র ব্যানারে তারার মেলা ও বসন্ত উৎসব আয়োজন করছি। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা একটি পোশাক এক বা দুইবারের বেশি পরা হয় না। গহনাও থেকে যায় অব্যবহৃত। উৎসবে সেগুলো নিয়ে আসবেন তারকারা। পাশাপাশি কয়েকটি ব্র্যান্ড থাকবে তাদের পণ্য নিয়ে।

‎আরও জানা গেছে, দুই দিন ব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করবে প্রায় সাতটি ব্র্যান্ড। সকাল থেকে রাত পর্যন্ত নারীদের আহবান জানিয়েছেন আয়োজকরা।

‎এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা অর্চি রহমান জানান, গত বছর আমরা এ আইডিয়া নিয়ে পরিকল্পনা করেছি। মিডিয়ায় কাজ করার সুবাদে আমাদের প্রচুর প‌োশাক কিনতে হয়। সেগুলো কয়েকবার পরার পরে আর ব্যবহার করা হয় না। পরবর্তীতে আমরা সমমনা কয়েকজন এ বিষয়ে আয়োজনের উদ্যোগ নিই। আমাদের সাথে যুক্ত আছে সোনিয়া রিফাতের গো গার্লস।

‎তিনি যোগ করলেন, এমন উদ্যোগ অনলাইনে দেখা যায়। সবসময় অনলাইনে পণ্য ক্রয়ের সময় সরাসরি কেনার মতো সুযোগ থাকে না। আমাদের এ আয়োজনে সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। দর্শক ও ক্রেতা নিজে দেখে পছন্দের পণ্য কিনতে পারবে।
‎উল্লেখ্য, ৩০ ও ৩১ জানুয়ারি পান্থপথে পান্থনিবাসে গো গার্লস – এর কার্যালয়ে আয়োজনটি হতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

অরিজিতের এত বড় সিদ্ধান্ত নিয়ে যা জানালেন বোন অমৃতা

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বোন ...

image

বলিউড ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন সাবেক অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন সেটাও ...

image

দুঃখ লাগে, বর্তমানে মেয়েরাই মেয়েদের বেশি ট্রল করে: বুবলী

বিনোদন ডেস্ক : দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও ...

image

শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গণে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, আবারও কি ম...

image

‘শাহরুখকে ছাড়া সিনেমা বানাব না’

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও পরিচালক হিসেবে সিনেমা বানাতে প্রস্ত...

  • company_logo