• বিনোদন

ব্যক্তিগত সহকারী থেকে নায়কের স্ত্রী বনে যাওয়া কে এই হৃতিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই টালিউডে আলোড়ন তুলেছে অভিনেতা ও রাজনৈতিক হিরণের দ্বিতীয় বিয়ের খবর। জানা গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরিকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বেঁধেছেন ওপার বাংলার এই অভিনেতা। বেনারসের ঘাটে দুজনের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। 

কিন্তু যাকে নিয়ে নেটপাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, সেই হৃতিকার পরিচয় কী? এ সম্পর্কে হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেটে জানা যায়, আইনের ছাত্রী ছিলেন তিনি। এই বিষয়ে তার স্নাতক ডিগ্রিও রয়েছে। এছাড়া যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা। 

এমনকি ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও তিনি সেরা হয়েছিলেন বলে জানা যায়। এদিকে হিরণের স্ত্রী অনিন্দিতা দাবি, হৃতিকার বয়স ২১ বছর। 

হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা জানান, ‘আমাদের বিয়ের বয়স ২৫ বছর। ডিভোর্স হয়নি। মেয়ে ও আমার ওপর খুব অত্যাচার হয়েছে। কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা ক্যারিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনো ভাষা নেই। একটা লোক কতটা অভদ্র হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনো দিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।’ 

এদিকে, হরিণের দ্বিতীয় স্ত্রী হৃতিকাকে আগে থেকে চিনলেও অনিন্দিতার দাবি, হৃতিকাকে স্বামীর পার্সোনাল অ্যাসিস্টেন্ট (ব্যাক্তিগত সহকারী) বলেই জানতেন। সেখান থেকে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে দুজনের বিয়ের ছবি দেখে রীতিমতো চমকে যান তিনি। 

মন্তব্য (০)





image

‎বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম এর পথচলা শুরু

বিনোদন প্রতিবেদকঃ ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী...

image

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক : আগামী ঈদে মুক্তির কথা রয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল প...

image

আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে: পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কাজের পাশাপাশি ব্যক্...

image

গোবিন্দর মতো হওয়ার দরকার নেই— ছেলেকে সুনীতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেম...

image

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এআর রহমানের দুই মেয়ে

বিনোদন ডেস্ক : সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজি...

  • company_logo