• লিড নিউজ
  • রাজনীতি

বিকল্প প্রার্থী দেওয়া ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিকল্প প্রার্থী ঘোষিত সাতটি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এসব আসনের কয়েকটিতে আগে ঘোষিত প্রার্থীকেই বহাল রাখা হয়েছে, আবার দুটিতে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে দলটি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলীয় সূত্র জানায়, সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নেওয়া হয়েছে। 

সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী কবির আহমেদ ভূঁইয়াকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে গিয়াস কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীকেই চূড়ান্ত করেছে বিএনপি।

যশোর-৪ আসনে ঋণখেলাপির কারণে পূর্বনির্ধারিত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলে বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে আগে মনোনীত আনিসুল হকের পরিবর্তে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

এদিকে বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ছাড় দেওয়া হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে এই আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

 

মন্তব্য (০)





image

‎জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি স...

image

‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে র...

image

নুরের বক্তব্যের কড়া জবাব দিলেন রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন...

image

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে ঢ...

image

‎বিএনপি সরকার গঠন করলে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে: সু...

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (...

  • company_logo