• বিনোদন

আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে: পরীমনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেন। অভিনয়ের বাইরে নানা কর্মকাণ্ডের কারণেও আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও কম নেই।  তবে এবার এক অন্য পরীর দেখা মিলল। 

সোমবার (১৯ জানুয়ারি) এ অভিনেত্রী এক ফেসবুক পোস্টে জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা তার অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে পেশাগত জীবন, অন্যদিকে মাতৃত্বের প্রতি তার দায়বদ্ধতাকে পোস্টটিতে ফুটিয়ে তুলেছেন পরী। বিষয়টি নেটিজেনদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে। 

একা হাতে জীবন যুদ্ধে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে দুই সন্তানকে সামলানো যে কতটা চ্যালেঞ্জিং, তা ফুটে উঠেছে তার লেখায়। পরীমনি লেখেন, ‘আমি সত্যিই পরী। সত্যি এক পরী জীবন আমার। এই যে জীবনের এতো কিছু একা একা কি অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি, এটা কি এতো সহজ!’ বাচ্চাদের খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর যখন ক্লান্তিতে ভেঙে পড়ার কথা, তখনই নিজের তৃপ্তির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি। 

অভিনেত্রী আরও লেখেন, ‘শুকরিয়া করতে করতে ভাবলাম এই যে, আমি একা এতো কিছু সামলাচ্ছি কিভাবে!! আমার তো অনেক কষ্ট হবার কথা, টায়ার্ড লাগার কথা! কই ওগুলো!! যাই হোক, ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন।’ উল্লেখ করার মতো বিষয়, জীবনের এই ব্যস্ততাকে বেশ ইতিবাচকভাবেই তুলে ধরেছেন পরী। 

অভিনেত্রীর মতে, সব প্রতিকূলতা জয় করে সন্তানদের মুখে হাসি ফোটানো আর নিজের সব কাজ একা সামলানোই তাকে প্রকৃত ‘পরী’ করে তুলেছে। তার এই জীবনটা আসলেই এক ‘পরী জীবন’ বলে বিশ্বাস করেন তিনি। 

পেশাগত জীবনের সঙ্গে মা হিসেবে পরীমনির এই দায়বদ্ধতা তার ভক্তদেরও মুগ্ধ করেছে।  নায়িকার এই পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জীবন নিয়ে পরীর এমন সুন্দর, স্বাভাবিক ও অকপট স্বীকারোক্তি নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুঁড়াচ্ছে। 

 

মন্তব্য (০)





image

গোবিন্দর মতো হওয়ার দরকার নেই— ছেলেকে সুনীতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেম...

image

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এআর রহমানের দুই মেয়ে

বিনোদন ডেস্ক : সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজি...

image

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ব...

image

৬৭ বছরের ম্যাডোনার নতুন প্রেমিক ২৯ বছরের মরিস

বিনোদন ডেস্ক : লাইক অ্যা ভার্জিন’ গানে খ্যাত পপ তারকা ম্যাডোনা বয়স...

image

‎দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরছেন তমা মির্জা

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সিনেমা থেকে যেন অন...

  • company_logo